বিক্ষত হৃদয়ে, অন্তঃক্ষরা স্মৃতি নিয়ে
ভাসিয়েছি গা কোন এক অজানা পথে।
পাল ছেড়া তরী, ভাঙা বৈঠা হাতে আমি,
অথৈ সমুদ্রে আমার ছোট নৌকাখানি।
তীর থেকে দূরে, অচিন সে স্বপ্নপুরী,
দুঃস্বপ্নের সে দেশ আমি দিয়েছি পাড়ি।
ঢেউয়ের মাথায় চড়ে ছোট্ট এ তরী,
আবার ভরেছে সাগরের নোনা পানি।
দেখা হয়েছে, এ প্রকৃতির নিষ্ঠুরতা
জানা হয়েছে, এ দুনিয়ার কত কথা
বোঝা হয়নি, এ তোমার মনের কথা
দেখা হবেনা, এ জীবনের গল্পগাথা
যদি কখনো মনে পড়ে আমার কথা
ভেবে নিয়ো আমি তোমার মনের ব্যাথা।
১১/০৪/১৫ রাত ৮ ঘটিকা
চতুর্দশপদী কবিতা