বৈশাখী ভোরে
আমার মাথা ঘোরে
লালা সাদা শাড়ি
আর পাঞ্জাবী পড়ে
খায় পান্তা ইলিশ
নাগরদোলা চড়ে।
সব কিছু ঠিক ঠাক
তবু গড়বড়ে
বৈশাখী বিকালে
সবাই ঘুরে ফিরে
গান বাজায় গাড়ি
আর লাউড স্পিকারে।
একদিনের বাঙালি
স্বভাব না ছাড়ে
হিন্দি ছেড়ে বাংলা
আসর কি আর জমে?
সারা দিন ডেটিং শেষে
সবাই ফিরে ঘরে।
১৭ এপ্রিল ২০১৫
রাত ১২ টা