বাড়ির পাশে একটু দূরে থমকে আছে বন,
বনের মাঝে এক চিলতে পথের আমন্ত্রণ
ধূলো মাখা পথের উপর লাল আলোর খেলা
খাবার খোঁজে ক্লান্ত পাখির ঘরে ফেরার বেলা।

গাছের ফাঁকে,ঘাসের উপর আটকে আছে মন
ডালের উপর পাখির বাসা ডাকে সারাক্ষণ।
একটু দূরে মাঠের পাশে রাখাল বাজায় বাঁশি
এই ভূবনের মোহ ছেড়ে প্রাচীন যুগে ভাসি।

একটা দুটা জোনাক জ্বলে আমার আঙিনায়
চাঁদ মেতেছে মেঘের সাথে লুকোচুরি খেলায়
সন্ধ্যা শেষে রাত নামে আর ঘুমিয়ে পড়ে গ্রাম
রাতের পাখি বুনতে থাকে আবার নতুন গান।
১৭/০৪/২০১৬
৯ পি এম