তোমরা পাগল পাগল বল
আমায় নিয়ে যত খুশি
রং তামাশা কর

আমি মনের রাজা হব
আমায় নিয়ে যত খুশি
আবোল তাবোল বল

তোমরা পিছে পিছে থাক
আমায় নিয়ে যত খুশি
টানা-টানি কর

আমি জীবন জয়ী হব
আমায় নিয়ে যত খুশি
মাতা-মাতি কর

আমি নীরব শুনে যাব
আমায় নিয়ে যত খুশি
বাড়া-বাড়ি কর

আমি একদিন মাথা তুলব
আমায় নিয়ে যত খুশি
কাড়া-কাড়ি কর

এপ্রিল ২০১২