একদিন আমি চলে যাব
বহু দুরের দেশে যাব
আমি ভেসে যাব

কেউ পাবেনা আমার নাগাল
খোঁজে খোঁজে হবে পাগল
তুমি একেলা

আমি চলে যাব সবই ছাড়িয়া
একা একা চলে যাব
তোমায় ফেলিয়া

আমি চলে গেলে তুমি একা হবেনা
আমায় খোঁজে না পাইয়া
যাবে ভূলিয়া

আমি বিনে তুমি তখন হবে মরিয়া
আমায় ভূলে আবার তুমি
করিবে বিয়া

সবই মেনে নেব আমি মাথা পাতিয়া
চলে যদি যাও তুমি
তালাক নামা দিয়া

তোমায় আমি করে বিয়া
ফান্দে পরছি ঘরে নিয়া
মরি ভাবিয়া

এখন আমি তোমায় ছেড়ে
যাব চলিয়া
এক লক্ষ এক টাকা
দেন মোহর নিয়া