যদি আমি দোসর তোমার হই,
তবে তুমি আমার দোসর হয়ে,
আমার ক্ষতের ব্যাথার হাহাকার,
মুখ বুঝে কি পারবে নিতে সয়ে?
তোমায় নিয়েই ভাবছি সারাবেলা,
ভাবছি তোমার দোসর হবো আমি,
ভাবনা সবই হবে একাকার,
আমার দোসর সাজবে যখন তুমি।
চড়বো আমি ধরতে পাহাড় চুড়ো,
হাঁপিয়ে গেলে তোমার সাথে আড়ি।
পথ প্রান্তে ক্লান্তি আসবে জানি, তবে-
থামতে পারো মেঘের রাজার বাড়ি।
যদি কোনো বিপদ মাঝে পড়ি,
থেকো দোসর তখন তুমি পিছে।
না হলে এই দোসর সাজাসাজি-
সত্যি না হয়ে হয়তো হবে মিছে।