লেখনীতে কভু স্ফুটিত হয়ে,
রয়ে যাবে তুমি জানি|
বিকশিত হবে তোমার গলে-
মোর কাব্যমালাখানি|
তোমার ওই সুখ সাগরে
ভাসাবো কাব্যভেলা,
আমার লেখা পদ্য সকল,
করবে কথার খেলা|
স্বপ্ন-সায়রে, নিবিড় ভুবনে
হৃদয়ে নিয়েছো ঠাঁই,
কাব্যের সব চরণগুলি,
শোনাতে তোমারে চাই|
লিখে যাব তবু প্রেমে মজে,
প্রেমের কবিতা শত,
লিখব ততই কবিতা আমি,
বাসবে ভালো যত|
বেসেছো ভালো কাব্য আমার,
করেছো আমারে ধন্য|
কাব্যমালা গেঁথেছি আমি-
শুধু তোমারই জন্য|