চেনা শহর অচেনা হয়ে ঠেলছে দূরে আমায়,
ক্লান্ত আমার চরনযুগল চলতে গেলেই ভাবায়|
শুরুর বেলা ছিলো সবাই, হারিয়ে গেছে ভিড়ে,
গহন পথে হাঁটছি একাই পাইনি তাদের ফিরে।
চলতে নারি একলা আমি,থামতে কোথাও চাই,
পাইনি আজো হাতড়ে মরি, মনের মতো ঠাঁই।
জনারণ্যে হেঁটেই চলি নিভৃতে একলা আমি,
শূন্য এই দু'হাত আমার একটুও নয় দামী|
একলা আকাশ হাতছানি দেয়,জাগে দোলা প্রাণে;
জীবন তরী ভাসাই আজি-মাতাল হাওয়ার টানে|
চলবো একাই এবার থেকে, চাইনা কারো সাথ,
পেরিয়ে এসেছি একলা থাকা অন্ধকারের রাত|
একলা যখন ভবে আসা, চলবো একাই তবে;
ছুটে ছুটে হাঁপিয়ে পড়ে, থামবে তোমরাও সবে।
সেদিন আমিও পেরিয়ে যাবো, থাকবে সেথা থেমে,
এখনো যদি পারতে বুঝতে, কতটা গেছো নেমে!