কথাটা তো শোনো, দ্বিধা ভুলে কোনো,
ফেলে রেখে যতো আছে কাজ|

হৃদয়ের কোণে, তোমাকে গোপনে
রেখেছি  ভুলে লোক লাজ|

কী আশায় মনে জমে উদ্বেগ?
অনুরাগে ভরপুর সে আবেগ|(১)

তুমি তো না জানো, এই কথা মানো,
কথা শোনো কানে কানে আজ|

এঁকেছি এ মনে, দেখেছি স্বপনে,
ধরা তবে দাও তুমি আজ|

নিরশায় ডুবিয়ো না আমারে,
বেসেছি ভালো শুধু  তোমারে|(২)

যত গ্লানি আছে,আনাচে-কানাচে; আজ প্রেম তবে মুছে দিয়ে যাক,
এই আঙ্গুলের ফাঁকে, নব প্রণয়ের ডাকে; ভালোবাসার স্মৃতিটুকু থাক|