ঠিক মনে নেই কবে যেন আমি,
করেছি আপন তোমারে,
আজ তবে কেন অকারণ,
তুমি শুধাও আমারে?

তোমারে ভালো বেসেছি আমি,
মনে নেই ঠিক কবে,
তবে বেসেছি ভালো তোমারে,
তুমি বেসেছো যবে।

নিয়েছ মোরে আপনার করে,
রেখেছ হৃদয় জুড়ে,
তোমা তরে সুর বেঁধেছি আমিও
হৃদয় বীণার তারে।

তোমারে চেয়েছি মনে মনে আমি,
বলিনি প্রথমে তবে,
আপন করে নিয়েছি তোমায়
নিয়েছ তুমি যবে।

আবেগী ছোঁয়াতে নয়নসমুখে,
রেখেছ নিজের মানি,
আমিও তোমারে, শুভ্র চাদরে, দিয়েছি
আমার হৃদয়খানি।