আমার চোখের জল গ্রাস করেছি আমি,
ধীরে ধীরে; নীরবে কতবার।
তোমার চোখের সামনে হতে,
নিজেকে প্রত্যাহার করেছি,পরিশেষে।
তোমার কাছে সে সময় ছিল,
মদিরায় মত্ত হওয়ার।
আমি তোমায় তোমার চাওয়া,
উজ্জ্বল রোদ দিতে চেয়েছিলাম।
যদিও আমি আমার স্বত্তাকে,
দিনলিপির'এর ছেঁড়া পাতায়,
হারাচ্ছিলাম এক্কেবারে।
জানালার-খাঁচায় নিজেকে,
বন্দী করেছি আবারও।
কোনো প্রতিবাদের ভাষা, কিংবা
কথা বলার শব্দ,
মুখে আসেনি তখনও।
আমার বিশ্বসংসারের টুকরা করেছিলে যদিও।
কাটিয়েছি কত অস্থির আর বিনিদ্র রাত,
হয়েছে তারা সঙ্গী আমার।
তারা কখনো তোমার স্মৃতি ভুলতে দেইনি আমারে।
চরম দুর্দশার সঙ্গে রাত্রি যাপন করেছি।
যদিও কোনো এক সময়,
তোমার প্রিয়তমা সাজিয়েছিলে।
যদিও বহুদিন হল,
পায়রার ডানায় করে সময় গেছে উড়ে,
যদিও নিজেকে আজও নিষ্পাপ বলেই মনে হয়,
হৃদয়ে এখনও ভালবাসার জন্য পুষ্পিত হতে থাকে।