চাতক আমার মন, করে শুধু জ্বালাতন,
আজ কে সে'জন বৃষ্টি হতে চায়।
আকাশপানে চেয়ে কাটে সারা সারাবেলা,
ভেজে অঙ্গখানি, বৃষ্টি লাগে গায়।
এ'মন আমার হাত বাড়িয়ে তারে,
সিক্ত শরীর জুড়ায়ে নিতে চায়,
বৃষ্টি ভেজা আমার অবুঝ মন,
লজ্জা তাহার এইটুকু নাহি পায়!
আলতো করে ছুঁয়ে দিলেই তারে,
যায় ভিজে সব ভাবনা যত ছিল,
বৃষ্টি এসে হটাত্ কেমন করে,
মনের যত দুঃখ মুছে দিল।
বৃষ্টি তুমি যেও না আজি থেমে,
তোমা হতে বিদায় না মন চায় ,
যাও ভিজিয়ে আরও কিছুক্ষণ,
ভেজাও মোরে বারি দিয়ে সারাগায়।
বায়না আমার মিটল এখন তবে,
এই ভেজা গায় আর না থাকা যাবে,
আমার আদ্র-সিক্ত বৃষ্টি ভেজা মন,
বৃষ্টি ছাড়া কেমন এখন রবে?