না যদি থাকতে তোমরা ঘিরে,
ঘুম কী আর আসতো?
রাত কাটতো জেগে বসে থেকে,
সময় না কাটতো|
যদি না থাকতে প্রাণের ভয়ে,
দিন শুধু কাটতো,
চারদিকে শুধু মারামারি আর
মারামারি চলতো|
আবার কখনো বিদেশী বাহিনী
তরবারী নিয়ে এসে,
গড়ে তুলতো লাশের ঢিপি,
তোমার-আমার দেশে|
ওগো তোমরাই তো রক্ষা করছো,
শত কোটি মহাপ্রাণ,
তোমরা দেশের সুপুত্র সব,
মাথায় দিলাম স্থান|
(পাঠানকোট'এর নিহত সেনাদের উদ্দেশ্যে লেখা)