আবোল তাবোল আর হরেকরকম্বা
ছড়াগুলো হয় যদি ক্ষুদ্র বা লম্বা
রস নিশ্চিত জেনো , অপরূপ সে বাহার
পৃথিবীকে ধনী করে রেখে যান সুকুমার
আঁকিবুকি কাটাতেও, শিল্পের সৃষ্টি
বীণাপানি তার মাথে করে মেধাবৃষ্টি
হুঁকোমুখো হ্যাংলা না যদি হতে চাও
সুকুমার রচনা গোগ্রাসে গিলে যাও
হালকা কথার ছলে, গূঢ় কথা বলে যান
বুড়োদেরও করালেন শৈশব পরিধান
আজিকার দিনটিতে মাথা নত করিলাম
সুকুমার রসে নিজ মন প্রাণ ভরিলাম