বৈশাখের এই পয়লা টি তে, গরমের রমরমা
সামলে সুয্যিদেবের প্রতাপ, বাঁচিয়ে ধর্ম বোমা
দেশের ভিন্ন প্রান্তে দেখি মানব রুপি পশু
নিস্তার নেই, হলে কেহ নারী এবং শিশু
রাজা রাজরা’র রীতি নীতি, অর্থ বোঝা ভার
আড়াল নিয়ে ধর্ম, জাতের, অনর্থ’র বাজার
মানব ধর্ম শিকেয় তুলে, ধর্ম জিগির ওঠে
হিন্দু মুসলমান এর তকমা, সর্বস্থানে ফোটে
নববর্ষের প্রারম্ভেতে, মন ভারী অস্থির
খুঁজে বেড়াই হারিয়ে যাওয়া, মধুর শান্তিনীড়
পরমপিতা’র সনে করি সরল নিবেদন
সরিয়ে কদর্য্যতা’র আঁধার, জাগুক সুস্থ্য মন