সপ্তাহের সেই পাঁচ খানা দিন, পেরিয়ে আসি উড়ে
শনি রবি’র অমোঘ টানে, ক্লান্তি যে যায় দুরে
সকাল বেলা’র অল্প আয়েস, বালিশ আঁকড়ে থাকা
গত রাতের অলীক স্বপ্ন, আবার করে দেখা
ঘড়ি টা আজ, হলো ব্রাত্য, ঘুরুক আপন মনে
অ্যালার্ম টাকে করছি বোবা, জ্বালায় জনে জনে
প্রকৃতি আজ চুক্তি বদ্ধ, ডাকবে করে দেরী
মাথার চুল ও উস্কো খুস্কো , বাগাবো না টেরি
ব্রেকফাস্ট আর লাঞ্চ মিশিয়ে, ব্রাঞ্চ কে গ্রহণ করি
ভাত ঘুম এর আয়েশ টা কে জড়িয়ে বুকে ধরি
Whatsapp এর টিং টং টা, ঢালে যেন মধু
বিশাল বিশ্ব হাতের মুঠোয়, প্রযুক্তির এ জাদু
সারা টা দিন, মন টা থাকে ফোন এর দিকে চেয়ে
কখন আসবে পরের মেসেজ, ভালোলাগা নিয়ে
তত্সহ বইবে স্রোতে, গানের সাথে ছড়া
থাকবে শেয়ার, “চুটকি পাহাড়”, হাসির রাশি ভরা
অবশেষে চোখ টা যাবে ঘর এর বাহির পানে
সুয্যি মামা অস্ত গেছেন, কখন কে বা জানে
পরিত্যক্ত ঘড়ির দিকে, যাচ্ছে এখন চোখ
বলছে যে মন, চলছে চলুক, আরো কিছু হোক
মন তো বাবু, শরীর কাবু, নিদ্রা দেবী ডাকে
বেজার মুখে উঠে পড়ি, “Bye ” জানাবার ফাকে
ঘুম যাত্রা করব শুরু, জাগব যে ওপারে
আরেকটি দিন থাকবে বসে, নিয়ে অজানারে