চতুর্দিকে বাজছে ডঙ্কা, যুদ্ধ হবে শুরু
রথের উপর রাবন রাজা, পেট টা গুরু গুরু
গত রাতের গুরুপাক টা, মানতে চায়নি পেট
এই সময়ে দিচ্ছে জানান, করবে মাথা হেট্
কৃষ্ণনগর হতে আনা সরভাজা টাই দোষী
শেষ পাতে তা খেয়ে তখন হযেছিলেন খুশি
নাকি নলেন গুড়ের পায়েস, হচ্ছে এখন যম
বেনারস এর ল্যাংড়া আমটি, সেই বা কিসে কম
জেলুসিল এর গোটা বোতল গলায় ঢালাই কাল
হয়নি দেখা expiry , মনে হয় ভেজাল
পেটের মধ্যে জোট বেধেছে, মিষ্টি, পায়েস, আম
জাল ঔসধি’র কিই বা সাধ্য, ছুটছে যে কাল ঘাম
ইন্দ্রজিত টা ভ্যাকেশন এ, কুম্ভকর্ণ ঘুমে
কাকে বা দেই দায়িত্ব টা, ডাকছে যেন যম এ
ভাবছি পাঠাই রাম এর কাছে, একটি ভগ্ন দূত
আজ “আব্বুলিশ”, আগামী কাল, লড়াই হবে জুৎ
ঘরের শত্রু বিভীসন টা, দিল যে মন্ত্রণা
আব্বুলিশ চলবে নাকো, যতই হোক যন্ত্রণা
এই না শুনে রাম বাবাজি, বাজিয়ে দিলেন শাঁখ
নিরুপায় হয়ে রাবন, বাজালেন তার ঢাঁক
পেটের জালায় কাতর রাবন, করেন ভারী যুদ্ধ
বানর সেনা বড্ড জালায়, মারবেন সব সুদ্ধ
রাম আবার স্কিম করে, লেলিয়ে দিলেন হনু
লেজ এর জোরে, দে পেটে চাপ, বিকল হলো তনু
কাতর স্বরে সারথী রে, বলেন রাজা রাবন
“রথ টা ঘোরাও, তা না হলে, আসবে হেথায় প্লাবন
পোশাক আষাক নষ্ট হবে, টিকবে না রে কেউ”
আজ্ঞা শুনে দেয় পিঠটান, পিছে সেনা’র ঢেউ
অবশেষে বাড়ি ফিরে গোসলখানায় যান
হালকা হলেন রাবন রাজা, করেন আবার স্নান
মনে মনে নেন যে ব্রত, যুদ্ধ চলা কালে
রাতের খাবার সমঝে খাবেন, টকে এবং ঝালে