হাটি হাটি পা পা, হাটছি কেমন দেখে যা
কালের হোঁচট বাঁচিয়ে আমি, ঘুরছি শহর থেকে গাঁ
রৌদ্র মাখা দিন পেরিয়ে, মেঘমল্লার পাই সাথে
ঝরছে বেগে বারিধারা, যেন আশীর্বাদ মাথে
অভিশাপ আর আশীর্বাদ, ভারী মজার এই জুটি
আশীর্বাদ ভেবে প্রায়ই, অভিশাপের ভেট লুটি
যখন বুঝি , অভিশাপে, বাঁধছে আমায় নাগপাশে
লড়াই করা'র বল জুগিয়ে, সৌম্য আশীর্বাদ হাসে
কোমল মন এর প্রবৃত্তি যে, প্রেমের খোঁজে পথ চলা
বিচার বুদ্ধি শিকেয় তুলে, হাড়িকাঠে দেয় গলা
হাড়িকাঠটি আশীর্বাদ না অভিশাপ, তা বলবে কে?
ফল এর রূপ টি দেখে বরং, পরিচয় এর হিসেব নে
অভিশাপকে আশীর্বাদে পাল্টে দেওয়াই হোক না পণ
আঁধার ফুঁড়ে আলো'র রেখা, দেখুক না হয় মানুষ জন
আমি হাটি আলো'র খোঁজে, দেখতে পাচ্ছি জয়নিশান
হবোই ঢেকি, ভানবো প্রচুর, অভিশাপ এর কালো ধান