এই পৃথিবী খাচ্ছে যে পাক, সূর্যের চার ধারে
নববর্ষ আসবে ঠিকই বছর বছর ধরে
বড় প্রশ্ন, নববর্ষ, তবে হলো কার?
সর্বংসহা এই পৃথিবীর , না তোমার আমার!
তত্বকথা ভুলে বরং, দেখি এবার ফিরে
নববর্ষের মানে টা কি, এত বছর ধরে
নববর্ষ মানে বড়দের করি প্রনাম
আগ্রহ টা থোল খরচে, দেখছি পরিমান
বছর বচ্ছর তা বেড়েছে, আগে ছিল দশ
আজ তা ৫ শতে আছে, মন মানে না বশ
হাজার হাজার টাকার চেয়ে, ৫ শত টা দামী
গুছিয়ে সেটা সরিয়ে রাখি, খোশ মেজাজে আমি
নববর্ষ মানে সাঁঝে হালখাতা তে যাওয়া
কালেন্ডের আর মিষ্টি প্যাকেট, ভুরি ভুরি পাওয়া
কোনো টা প্রকৃতি’র ছবি, কোনো টা মা কালী
তারিখ গুলোয়, চোখ টা না যায়, দেখব পেরেক খালি
নববর্ষ মানে বন্ধু সাথে কোলাকুলি
একটি দিনে পুরনো সব, রাগ অভিমান ভুলি
নববর্ষ মানে মেসেজ, রঙিন এবং সাদা
Whatsapp আর SMS এ, পাবই গাদা গাদা
নববর্ষ মানে নতুন জীবন যাপন লেখা
সিগারেট টা ছাড়া এবং রোগা হওয়া শেখা
নববর্ষ মানে প্রচুর ভালো কথা ভাবা
বছর নাকি যাবেই এমন, বোকা, না কি হাবা!
আমার কাছে নববর্ষ, একটি মাইল ফলক
একটি বছর কাটল আরো, রাখলাম কোনো ঝলক?
কেমন করে আগামী দিন, আরো মসৃন করি
বিপদ বাধা পড়ুক পিছলে, আমি সে পথ ধরি
নববর্ষ যোগায় যে বল, আরো ভালবাসার
সব দুখঃ ছাপিয়ে গিয়ে, গান টা শোনায় আশার
সব কালিমা থাক না দুরে, একটি দিন এর তরে
কাল সকালে আবার যেন, দেখি এ দিন ওরে