রাজা মোদের, মজার মানুষ, গল্পদাদু'র অবতার
ভাই বোন আর বন্ধু সকল, গল্পাঘাতে যে জেরবার
রাজা শোনান আশার বাণী, মনের কথা'র আঙ্গিকে
কান্না, হাসি, বিদ্রূপ তা'র বুলি ছোটে চারদিকে
উন্নয়নের উড়িয়ে ধ্বজা, ধর্ম রথে হন সওয়ার
নিন্দুকদের বেছে বেছে, বরাদ্দ হয় বেদম মার
গরিব গরিবতর হলো, বড়লোকের ট্যাক ভরে
উপচে পড়া ঝুলি নিয়ে, বিদেশপানে কেউ ওড়ে
শিক্ষা হবে নতুন মতে, দীক্ষা দিতে টোল খোলা
হাফ পেন্টুল পরতে হবে, রামাবলী কাঁধঝোলা
নতুন করে বিজ্ঞান কে জানতে হবে এই টোলে
জ্ঞানের সূর্য ওঠে পুবে, পশ্চিমি সব যাও ভুলে
অর্থনীতি অনর্থক আজ, নোট এর গরম ব্যাংকে থাক
সেখানে হাত সেঁকবে কু-জন, করে ব্যাংক এর দেরাজ ফাঁক
জনগণের ক্ষোভ প্রশমন করতে বরং রেকর্ড চালা
হোক না ভাঙা, "নন্দঘোষের ষাঠ বছরে যত জ্বালা"
আসছে সময় বাছাই করার, জনগণ কে ভরসা নাই
ভাবছে রাজা, এবার বোধ হয়, নতুন কিছু দাওয়াই চাই
রামললা কে জাগিয়ে তুলে, যুদ্ধে নামার এই সময়
স্তোকবাক্যে কাজ না হলে, হানতে হবে অস্ত্র, "ভয়"