মনের আগল দিলাম খুলে, বিচার বুদ্ধি ভুলে
আত্মহারা মন টি আমার, ছুটছে দু হাত তুলে
ডাইনে আপদ, বাঁয়ে বিপদ, ঘুটঘুটে সব গলি
আঁধার পথে, আশাই আলো, সেই আবেশে চলি

পথের বাঁকে ঘাপটি মেরে, সাম্প্রদায়িক দত্যি
অন্য সম্প্রদায় কে রেয়াত করছে না এক রত্তি
নিকষ কালো অন্ধকারে, জীবন যখন জীর্ণ
মানব ধর্মাবলম্বী সেনা হবেই অবতীর্ণ

মানব সেনায় যোগ দিতে মন, আনন্দে ভরপুর
সেই আলোকের ছটায় আঁধার পালায় বহুদূর
রক্তাক্ত অবয়বে, হাজার ওয়াট এর বাতি
হাত বাড়িয়ে পাবো ঠিকই, মনের মতন সাথী

মানব সেনা দেবেই মুছে, সংকীর্ণতার গ্লানি
ভালো'র জয় যে হবেই হবে, মন থেকে তা মানি
জয় যাত্রায় যোগদানেতে বুদ্ধি'র যদি ভয়
থাকি না হয় নির্বোধ আজ, ধর্মের হোক জয়