জীবন যাপন, বেজায় জটিল, পরিশ্রম যে অন্তহীন
ভালো খারাপ কাজের মাঝে, সব হিসেব ই হয় বিলীন
নিকষ কালো আঁধার চিরে, উদয় যখন আলোর ধুম
প্রশান্তি তে গা ভাসাতে, ভাঙলো কি আজ তোমার ঘুম?
ভালোবাসার হিসেব কষা, এমন আমার সাধ্যি নেই
জীবন নামক খেরো'র খাতায়, সুখ হারানো'র দাগটি নেই
ভালোবাসা'র মানুষটি হায়, করলে তোমার নিদ্রা গুম
সেই আবেশ মুক্ত হয়ে, ভাঙলো কি আজ তোমার ঘুম?
প্রেম এবং ভালোবাসা, এদের মাঝে তফাৎ কি?
বেসে ভালো নিজেকে আজ , প্রেমাগ্নি তে ঢালবো ঘি?
সেই আগুনে যদি বিবেক, না দেয় সাড়া, হয় নিঝুম
ভালোবাসা'র জানতে মানে, ভাঙবে কি আজ তোমার ঘুম?
সৃষ্টিকর্তা'র সেরা সৃষ্টি, মানব হয়ে ধন্য হই
মানবতার খুঁজতে মানে, সহজ পথেই পড়ে রই
কঠিন পথে আর্তি শোনা, আপন করা নিজভুম
এমন প্রশ্নে দিতে জবাব, ভাঙবে কি আজ তোমার ঘুম
ঘুমের দেশ যে বড্ডো গভীর, নিদ্রা ভাঙা সহজ নয়
অধর্ম কে করতে পোষণ, ধর্ম যখন সহায় হয়
মানবতার তুলতে ধ্বজা, কণ্ঠে তোলো ধ্বনি "ওম"
বিবেক সুখী, জাগলো মানব, ভাঙলো যে আজ গভীর ঘুম