মাতৃ দিবস, পিতৃ দিবস, ভাতৃ দিবস শেষে
বন্ধু দিবস সাড়ম্বরে জানান দেয় সঘোষে
কোটি কোটি বার্তা আসে প্রযুক্তি'র হাত ধরে
স্বল্প কিংবা বহুল চেনা, নক করছে দোরে
হরেক রকম জ্ঞানের কথা, ছবি সহযোগে
অগুনতি হাততালি কুড়োয়, কাঁচকলা যোগে
ভালো লাগার আবেশ রাখে, সংখ্যা যে বেশ বড়
এত ভালোবাসা পেতে মন কি সড়গড়?
মনের একটি কোনায় রেখো, একটু জায়গা ফাঁকা
যেথায় থাকবে হোয়াটস্যাপ হীন বন্ধু ছবি আঁকা
আজ ও কিছু মানুষ আছে, নেট এ যে নয় দর
সাক্ষাতে যে বেশি সহজ, মন তা তাদের বড়
ঈশ্বর প্রদত্ত অনেক গুন্ যে মোদের আছে
হাসি, কথা, আলাপ দিয়ে টানবো বন্ধু কাছে
এত কাজ কি একটি দিবস করতে কভু পারে?
গোটা জীবন হেসে করি বন্ধু আপনারে