অন্যের ভালো কাজ দেখে যে
সহ্য করে না ভাই,
তার মত হিংসুটে মানুষ
এই জগতে নাই ।
অন্যের প্রশংসা শুনে সে
অন্তর জ্বালায় মরে,
নিজের সুনাম পায় না বলে
অন্যের দোষ ধরে।
হিংসুটে মানুষ হিংসা করে
রটায় শুধু দুর্নাম ,
পরচর্চা, নিন্দা ও সমালোচনা করে
চাই শুধু নিজের সুনাম।
হিংসুটের অন্তরটা ভরা থাকে
ঈর্ষা, অহংকার ক্রোধ দিয়ে,
ভালো মানুষের সুনাম নষ্ট করে
মিথ্যা অপবাদ রটিয়ে।
শান্তি পায় না হিংসুটে মানুষ
পরের নিন্দা না করে,
অশান্তির আগুন সংসারের জ্বালিয়ে
গোপনে যায় সরে ।
হিংসুটে মানুষ হিংস্র হয়ে উঠে
করে মারাত্মক আক্রমণ,
অন্যের সুনাম চরিত্র হনন করে
হয় না কারো আপন।
নিজের ক্ষতি হলেও হিংসুটে মানুষ
অন্যের ক্ষতি করবে,
অন্যের দুঃখ কষ্ট বিপদ দেখলে
আনন্দে মেতে উঠবে ।
ঈর্ষা নয়,হিংসা নয়,পরনিন্দা নয়
সকলকে ভালবাসতে হয়,
পরের সুনাম,প্রশংসা,স্বীকৃতি দিয়ে
হিংসাকে কর ক্ষয়।