ইচ্ছ করে রকেটে চড়ে
চাঁদের দেশে ঘুরি,
পাখির মতো ডানা মেলে
নীল আকাশে উড়ি।
ইচ্ছা করে হিমালয় পর্বতে
চুড়ায় আরোহন করি,
ভারতে গিয়ে তাজমহল দেখে
প্রেমের গান ধরি।
ইচ্ছা করে দেশ-বিদেশে ঘুরতে
উড়োজাহাজে চড়ে,
অনন্তকাল বেঁচে থাকতে চাই
চাই না যেতে মরে ।
ইচ্ছা করে সিনেমার নায়ক হয়ে
সুপার অভিনয় করতে,
নাচে গানে রূপালী পর্দা কাঁপিয়ে
সবার মন কেড়ে নিতে ।
ইচ্ছা করে একটা কিছু আবিস্কার করে
বড় বৈজ্ঞানিক হতে,
সাত সমুদ্র তের নদী সাতরাইয়া
রাজকন্যা দেশে যেতে।
ইচ্ছা করে সকল মানুষকে
সুশিক্ষা উপদেশ দিতে,
সন্ত্রাস, ঘুষখোর,দুর্নীতিবাজদের
দেশ হতে বিতাড়িত করতে।
ইচ্ছা করে দেশের কল্যাণর জন্য
জীবন বিলিয়ে দিতে,
দেশের বর্তমান হালচাল দেখে
চুপ করে হয় থাকতে।
ইচ্ছা করে মানব সেবা করে
সব দুঃখ-কষ্ট দূর করতে,
অনেক কিছুর সীমাবদ্ধতার জন্য
পারি না কিছুই করতে ।
ভালো কোন কিছু করতে গেলে
পাহাড় সমান বাধা আসে,
ন্যায়,সত্য কথা বলতে গেলে
থাকে না কেউ পাশে।
ইচ্ছা করে যাদু-ম্যাজিক দিয়ে
সবার জীবন পরিবর্তন করতে,
এমন যাদু- ম্যাজিক নাই আমার
পারি না এ-দুঃখ সইতে ।