আমার দুঃখের কথা বলব কাকে
শোনার মানুষ নাই ,
কেউ আমায় ভালো বাসে না
নিষ্ঠুর ভাবে তাড়ায়।
কালো চেহারা, কর্কশ কণ্ঠ আমার
তবুও সৃষ্টিকর্তার মহা দান,
এতে আমার কি দোষ বল
কর না আমায় কেন সম্মান ।
ভোর বেলায় আমি ডাকাডাকি করি
সবাইকে তুলি জাগিয়ে ,
ধমক দিয়ে গালিগালাজ করে
বাড়ির গাছ থেকে দাও তাড়িয়ে ।
আমার ডাক শুনলে নাকি মানুষের
কু-স;কেতের নামে অভিশাপ ,
তাইতো আমায় দেখলে পরে
হয়ে যায় কোনো বড় অপরাধ ।
রক্ষা করি পরিবেশ আমি
ময়লা আবর্জনা খেয়ে ,
তবু মানুষ বুঝতে পারে না
মারতে আসে ধেয়ে৷।
এতবড় উপকার করার পরও মানুষ
আমায় অপছন্দ ঘৃণা করে ,
দুর-দুর করে তাড়িয়ে দেয়
কাছ থেকে অনেক দুরে।
সৃষ্টিকর্তার কাছে অভিযোগ আমার
কেন আমায় সৃষ্টি করলে ?
আমার দুঃখ-কষ্ট কেউ বুঝে না
যে জগতে তুমি পাঠালে।
আমায় যদি আবার পাঠাতে চাও
অন্য কোনো জগতে ,
কালো চেহারা, কর্কশ কন্ঠ আর দিওনা
এই মিনতি তোমার নিকটে ।