নশ্বর  ধন-সম্পদ জাগতিকতা নিয়ে
এত কেন দম্ভ অহংকার তোর,
সব কিছু একদিন শেষ হয়ে যাবে
হবে সব কিছু তোর পর ।
মিথ্যে ঈর্ষা-বড়াই করে সবকিছু তুই
ধরে আছিস আপন করে ,
তোর সাথে কিছুই যাবে নারে বুঝলি
শূন্য হাতে যাবি জগৎ ছেড়ে।
যাবে না পিতা-মাতা, ভাই-বোন আর
আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব তোর,
আজকে মরলে রাখবে না কাল পর্যন্ত
তাড়াতাড়ি দিবে তোকে কবর।
মৃত্যু ভয়াল সাগর কেমনে পাড়ি দিবি
থাকবে না কেউ তোর সঙ্গে,
অসার জাগতিকতা নিয়ে ডুবে ছিলি
মালিনতা দিলে একে অঙ্গে ।
সময় কাটালি শুধু শরীর রূপ চর্চায়
ভোজন-পান রঙ্গ-রসে,
ক্ষমতা,পাওয়ার,কুটনীতি,খ্যাতি,চালাকি
যাবেনা সঙ্গে জীবন শেষে।
ইহ-জগতে পূণ্য সঞ্চয়ে ব্যর্থ হলে হায়রে
পরজগতে হবি তুই ভূত,
সময় থাকতে জীবনের হিসাব খাতায়
কষরে পূণ্যের কাজ,ওরে নির্বোধ।
জীবনের লক্ষ্য ও পরম পিতাকে ভুলে
জগত নিয়ে হচ্ছিস কেন বেহুশ,
সময় থাকতে আসল ঠিকানা খুঁজে নেস
দম ফুরালে হবি  ঠুস।