টাকা টাকা চাই শুধু টাকা
টাকা ছাড়া জীবনটা ফাঁকা,
অনেক টাকা থাকলে সবার দাদা
নতুবা শুধু তুমি একা।
টাকা থাকলে সকলের আপন জন
থাকে ভালবাসা সন্মান কদর,
টাকা না থাকলে সবার অচেনা
আপন জনও করেনা সমাদর।
টাকা থাকলে সব চাকা ঘুরে
দিনকে করা যায় রাত,
টাকার কাছে সবকিছু সম্ভব হয়
সবাই টাকার কাছে কাত।
সত্য মিথ্যা টাকার উপর নির্ভর
আছে যার টাকার শক্তি,
খুন, অপরাধ,পাপ করেও তারা
পেয়ে যায় নির্দোষ মুক্তি।
জীবনের চেয়ে টাকার মূল্য বেশী
এই আজব সংসারে,
টাকার লোভে নির্বিঘ্নে মারছে মানুষ
মূল্য নাইরে জীবনের ।
টাকার দ্বারা, যায় সব অপরাধ ঢাকা
সেই জন্য নেই কারো ভয়,
তাইতো চারিদিকে অরাজগতা চলছে
নিয়ন্ত্রণে হচ্ছে পরাজয়।
জোর যার মুলুক তার শুনেছি
একটি প্রাচীন প্রবাদ বাক্য,
টাকার কাছে সবাই হার মানছে
এটাই খাঁটি চিরন্ত সত্য।