টুনটুনি পাখি টুনিটুনি পাখি
কোথায় তুমি থাকো ,
তোমার দেখা দেশে পাই না
কেন নিজেকে লুকিয়ে রাখ।
জবা ফুলের মধু খেতে তুমি
সেথায় বাসা বাঁধতে ,
ছুটাছুটি তুমি কেমন করতে দিনে
রাতে বাসায় থাকতে ।
বাসার মধ্যে বাচ্চাগুলো তোমার
কিচির মিচির শব্দ শোনা যেত,
লুকিয়ে লুকিয়ে আমি দেখতে যেতাম
ভয়ে তুমি হতে ভীত ।
ছোট্ট তোমার সুন্দর গড়ন দেহ-খানি
দেখতে ভালো লাগতো ,
সবুজ পাতার মাঝে হারিয়ে যেতে
খুঁজে কেউ না পেত ।
অভিমান করে কোথায় চলে গেলে
দেখা তোমার পায় না ,
জবা ফুলের গাছের ডালে আর
বাসা কেউ বাঁধে না ।
ফুলের মধু এসে খাও তুমি
বাসা বাঁধ তুমি আবার ডালে ,
কোনদিন আর ছেড়ে যেওনা চলে
বাংলার সৌন্দর্য মলিন করে ।
তোমায় আবার আমি আহ্বান করি
এসো সবুজ বাংলার বুকে ,
স্বাধীন ভাবে বিচরণ কর তুমি
সবার কাটবে দিন সুখে ।