জ্ঞান উদয়ের পর হতে
শুনেছি তোমার কথা,
কত বছর পার হয়ে গেল
পাইনি তোমার দেখা ।
কাছে থেকে দাওনা ধরা,
দূরে গিয়ে থাকো,
আড়াল থেকে কথা বল
অদৃ্শ্য হয়ে ডাকো।
তোমার প্রেমে পাগল আমি
সব এসেছি ছেড়ে,
অমর হবে আমার জীবন
তোমায় শুধু পেলে।
বহুরূপে তবু দাও দেখা
লুকাইয়া রেখে পরিচয়,
কেমন করে চিনবো তোমায়
তুমি যে ঈশ্বর তনয়।
দিনে রাতে খুঁজি তোমায়
ধ্যান সাধনায় ডাকি,
চোখের দেখা পাই না তোমায়
মনে ছবি আঁকি।
জীবন ভরে খূঁজবো তোমায়
দেশ হতে দেশান্তরে,
প্রসন্ন যদি হয় তোমার
কৃপা দিও এ ভক্তরে।
জীবন যৌবন বিলিয়ে দিলাম
বহু প্রত্যাশা নিয়ে,
তোমার আমার হবে মিলন
মরণের পর পারে ।
বেঁচে থাকি বা মরে যাই
তাতে আফসোস নাই,
আমার জীবনে তোমার প্রয়োজন
তোমাকেই শুধু চাই।