বল তুমি,বল মাদালার মারিয়া
সেদিন তুমি কি দেখেছো ?
রবিবার দিন ভোরের অন্ধকারে
আমি এলাম যীশুর সমাধি স্হানে,
চেয়ে দেখি সমাধির মুখ
খুলে দিয়েছে কোন সাহসে লোকে।
দৌড়ে যায় যোহন পিতরের তরে
কে চুরি করেছে যীশুর দেহরে ,
শুনে তারা দ্রুত ছোটে কবরে
আশ্চর্য, কাপড়ের ফালি পড়ে আছে
যীশুর দেহ নাইরে সেখানে ।
জেগে উঠল বিশ্বাস তাদের অন্তরে
যীশু জয় করেছেন মৃত্যুরে,
শাস্ত্রের বানী পূর্ণ হলো অবাক কান্ড
সমাধির পাশে আমি একা কেনরে।
মনের ব্যথা, ঝাপসা চোখের জলে
তাকিয়ে দেখি সমাধির ভিতরে,
সাদা পোশাক পড়া দুটি স্বর্গদূত আছে
ভাবছি একা তখন এরা কেরে ।
হঠাৎ আমায় প্রশ্ন করে তারা বলে
মাগদালার মারীয়া কাঁদছো কেন,
খূঁজো যাকে তুমি এমন চোখের জলে
সে তো নাইরে ঐ কবরে।
না তাকিয়ে আমি দিলাম উত্তর তাদের
কে চুরি করেছে আমার প্রভুকে,
রেখেছ কোথায় আমার প্রাণপ্রিয় যীশুকে
আমি গিয়ে যতনে আনবো তাঁকে।
মধুর কন্ঠে বিজয়ী যীশু ডাকেন "মারীয়া"
পরিচিত কন্ঠ শুনে ফিরে তাকায়,
একি দেখছি আমার প্রভু, শুরুদেব।
পুনরুত্থিত যীশুর দেখা পেয়ে
শিষ্যদের কাছে ছুটলাম ধেয়ে,
বললাম তাদের এনেছি আনন্দের বার্তা
প্রভু পুণরূথিত হয়েছেন,
আমি প্রভুকে দেখেছিরে ।