সময় চলে যায় আপন গতিতে
কারো জন্য অপেক্ষা করে না,
নদীর স্রোতের মতো চলে যায় সে
ফিরে কখনো আসে না।
সময়ের কাজ সময়ে করে যাও
দিনের সাধনা দিনে ,
হেলায় অবহেলায় সময় কাটালে
দূর্ভোগে ভোগবে জীবনে ।
রঙ্গিন স্রোতে ভেসে চলে যে
ক্ষনিকের স্বপ্ন দেখে ,
একদিন থেমে যাবে রঙ্গিন স্বপ্ন
জীবনটা ভরে যাবে দুঃখে ।
জল শুকিয়ে গেলে খালে বিলে
জলকাকু তাতে আসে না ,
উপযুক্ত সময় হারিয়ে গেলে
সুখের চাবি ধরা যায় না ।
জীবনের শেষ প্রান্তে এসে অসময়ে
দিনে রাতে যে খেটে মরে ,
ব্যর্থতা ছাড়া সফলতা আসে না
চিরতরে সুখ যায় সরে।
জীবনের সুখ-শান্তি সফলতা চাইলে
উপযুক্ত সময়টি ধর ,
সুখের সবকিছু পাবে তুমি জীবনে
সময়ের সদ্ব্যবহার কর।
সবকিছুর একটা সময় আছে
সময় মতো তা করার ,
সময়ের কাজ সময়ে না করতে পারলে
জীবনটা হবে পরে যন্ত্রনার।
সময়ের সৎব্যবহার করলে আসবে
জীবনে বড় সফলতা,
সময়ের অপচয় করলে হবে অমিতব্যয়ী
থাকবে জীবনে ব্যর্থ বিফলতা।