এই জগতে যা কিছু আছে দেখছি
সবকিছু নিত্য ও নশ্বর,
আপন করে যা আঁকড়ে ধরে রাখি
সেগুলো নয়তো অবিনশ্বর।
জন্মের সাথে আছে মৃত্যু অবধারিত
এই সত্যটি মানতে হয়,
ধনী,গরিব,মুনী,বাদশা,রাজা,বৈজ্ঞানিক
তারাও জগতে অমর নয়।
বিদ্যান-বুদ্ধি,খ্যাতি,সন্মান,সুনাম ও পদ
যত খেতাব পুরস্কারে ভূষিত হও,
পৃথিবীতে এই সবকিছুর বিলীন হবে
স্হায়ী জগতে কেউ নও ।
গাড়ী,পাকা-বাড়ী,ধন- সম্পদ,প্রাচুর্যে
গড়ে তুলেছ জৌলুস জীবনে,
সবকিছু ধরায় পড়ে রবে তোমার
সাধের জীবন অবসানে।
মৃত্যু ঈশ্বরের দেয়া শ্রেষ্ঠ দান-উপহার
অনন্ত জীবনে প্রবেশদ্বার ,
অমর আত্মা থাকবে অনন্ত সুখ-শান্তিতে
অন্য সবকিছু হবে অসাড়।
কোথায় যাবে তুমি স্বর্গ বা নরকে
নির্ধারণ করো এই জগতে,
যে স্হানে তুমি যাও না কেন ওরে
মৃত্যুকে পারবে না এড়াতে।
সময় থাকতে সর্বদা কর সাধন-ভজন
কর অনিত্যের সন্ধান ,
মৃত্যু দিয়েছেন,ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার
স্বর্গ-রাজ্যে প্রবেশের সম্মান ।