তোমাকে হারাবার ভয়ে ভুলে গেছি সব
বেকারের শখ, বাবাদের গুম হওয়া লাশের গুজব
পেনশনের আধলায় সম্মানে বাঁচা ও খুদখুশির দ্বন্দ্ব
ডাকিনীর উপহাসে ভুলে গেছি পঙক্তির ছন্দ।
তোমাকে হারাবার ভয়ে দেখি সূর্য আজ লাল দৈত্য
হয়ে পৃথিবীর খুব কাছে। জামহারিরের শৈত্য
খেয়েছিল আমার ঘুম আয়নাঘরে,
আর পাপিয়ার পালানোর স্বপ্ন অমরাবতী নগরে।
তোমাকে হারাবার ভয়ে ভুলেছি ছররা গুলিতে
চোখের রক্ততট, স্লোগানের বুলিতে
শব্দ বজ্রনাদ, অবলা বৃদ্ধের মাথানিচু
শোক - ধুমকেতু নিয়েছে তার পুত্রের পিছু;
বেহাত বিপ্লবের আভে মারিয়ার মতন
নবজাতকের বুকে আজ সাপের চুম্বন সযতন
হাওয়ারির শেষ কালিমার চেয়ে তবু মৃত্যুময় -
তোমাকে হারাবার ভয়।

তোমাকে হারাবার ভয়ে ভুলে গিয়েছি
প্রেমিকের চাকরিটা চলে গেলে
ভাঁড়ামির মজুরি দেবে শয়তান।
তবু বিশ্বাস করো তোমাকে হারাতে চাইনি।