মাইক্রোপ্লাস্টিকের এইসব বিষাক্ত বোমার
সভ্যতা যেদিন মুছে যাবে সেদিন তোমার
হাত দুটো ধরে আমি আবার বেঁচে উঠব। সড়কের
প্রতিটি বাঁক আমি ভরিয়ে দেব মানুষে। নরকের
নাম-নিশানা মুছে ফেলব জাবানিয়ার খাতা থেকে,
তুন্দ্রার প্রতিটি পাখি তোমার নাম ডেকে ডেকে
বিপ্লবী সৈনিকের মতন ফিরে যাবে নীড়ে;
হঠাৎ উতলা বাঁশপাতায় অগণন জোনাকির ভিড়ে
ঝিঁঝিপোকা পাবে ঝড়ো বাতাসে তোমার-আমার ঘ্রাণ।