সবকিছু শেষ হয়নি যেন, একটু বাকি আছে।
নীরবতা গাত্রদাহ বিলাসি অলসতার রাত
একটু আশা একটু দুঃখ। অলকানন্দা গাছে
নতুন রঙ্গ নতুন শুরু নতুন যবনিকাপাত
রক্তজবার পাপড়ি ঝরা আরেকটি ফাল্গুন,
আবার বোনা শঙ্খমালা, আবার হতোদ্যম
কলম, আবার আঁকা চৈতালিতে পত্রসমেত আগুন
রইছে জ্বলার অপেক্ষাতে সুগন্ধি সব বাতির মোম।

আবার মৃদু জলোচ্ছ্বাসে ঠুনকো খেয়া ভাসমান
ঠিকানা একই রহস্যদ্বীপ, মলিন কারুকার্যময়
নতুন শুক্লপক্ষ, আবার প্রসূন ছায়ার আহ্বান
শুশুকদলের সুরে এবার তারও ভরাট চোখের ক্ষয়
বলি না নাম, প্রফুল্ল আজ রাতের প্রথম আসমান
আমার কবিতা ব্যর্থ তবে প্রার্থনা তো ব্যর্থ নয়।