তুমি আমার দিন বদলের সনদ
খেয়াল খুশির খেদ কোলাহলে
তুমি আমার বিজন রাতের শশী
জীবন নদীর উষ্ণ কলরোলে ।

তুমি আমার আলো ঝলমলে
শীতের রাতের উষ্ণ কম্বল
তুমি আমার নির্বাসিত দ্বীপে
ঝড়ের দিনে একমাত্র সম্বল ।

তুমি আমার শূন্য ভিক্ষাঝোলার
অহি মনি-মুক্তা, সিকি-আঁধুলি
তুমি আমার দুর সমুদ্রের কুলে
অবলম্বন হৃদয় মাস্তুলি ।

তুমি আমার অস্তরাগের মেঘে
অনুরাগের গৃহ পান্থশালা
তুমি আমার রোজ সকালে পাশে
আমার হাতে চা’র পেয়ালা ।

তুমি আমার রোজ প্রভাতের আলোয়
খুলে দেখা দৃষ্টি সীমারেখা
তুমি আমার গগন ভেদি চোখে
বুকের মাঝে সভ্যতার ছবি আঁকা ।

তুমি আমার শূন্য নগরীর বুকে
উল্লাসে পূর্ণ শিশুর জোয়ার
তুমি আমার ঝিঁ ঝিঁ পোকার দলে
আবছায়া ফুঁড়ে শিশির বেদিয়ার ।