স্থির হয়ে গেছে শৈত্য প্রবাহ প্রেমিকার হাতে
তাকালেই চারদিকে ধোয়াশার কুণ্ডলী
উচুনিচু দেয়ালের নগরী গড়েছে
চোখ বন্ধ হলেই চারদিকে অন্ধকার ।
সময় বিচ্ছিন্ন হয়ে যায় নগরীর অলিগলিতে
নীলিমার অনুভবে স্বপ্নভাঙা রাতের সঞ্চয়ী
তার চোখের পানে হতাশার মহাদেশ ছড়িছে ব্রহ্মাণ্ডে
ইতস্তত ভাবে চলে যায় জীবনের সমস্ত আয়ু
যথাস্থান থেকে যথাস্থানে ।
প্রেমিকার কালো হাত ভেঙে দেবার
ধর্মঘট নেই, মিছিল নেই, শ্লোগান নেই,
ব্যানার ফেস্টুন সব মুখ থুবড়ে আছে চেনা জানা অলিগলিতে
জীর্ণ বিকালগুলো আজ আর বিদ্রোহী হয়ে ওঠে না ।