যদি হয়বত্পুর থেকে কেউ আসে চরকডাংগার দিকে মনে হয় তোমার খবর নিয়ে আসে ।
সবাই বিধিবদ্ধ দুর্বোধ্যতা কেউ করে না, তাই আর তোমার খবর আসে না ।
আমার আত্মগ্লানির পর্যাপ্ততা বেড়েই চলে অনুতাপের পাল্লা ভারি করে ।
খাপছাড়া জীবনে আমি বরাবরেই উদভ্রান্ত পথিক, বিব্রত সময় কাটে নিজের প্রতি ভত্সনা উইল করে ।
হয়ত মুখোমুখি হব না কস্মিনকালেও, তাই তোমার শঠতার অর্থ খুঁজি আকাশে হাওয়ার কারসাজি দেখে ।
তোমার ইতস্তত প্রেম প্রসারিত করেছ আমার আষ্টেপৃষ্টে; তাই আমি অশরীরী প্রেম খুঁজি অনাদৃত হয়ে ।