আকাশলীনা,
আমি সমুদ্র দেখতে চললাম
তুমি বরং কথা বল যুবকের সাথে,
যুবক নিজের পায়ে উঠে দাঁড়াক
ভবনধসের ধ্বংশ স্তুপ থেকে ।

আমি সমুদ্রের ঢেউ গুনি
কয়টা ঢেউ এল আর কয়টা চলে গেল;
তুমি বরং যুকককে ভালবাসো ঠোঁটে ঠোঁট রাখ ।

আমি সব লোনাজলে দ্রাবক হই
আস্তাবলের ঘ্রান হয়ে ।
তুমি বরং যুবকের বুকে পটভূমি আঁক
মিউনিখ, ব্যবিলনের পটভূমি ।