সুকান্ত,
তুমি কোথায় আজ মুখ লুকিয়েছ ?
তুমি না চেয়েছিলে পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাবে ।
আজ কোথায় গেল তোমার দেওয়া প্রতিশ্রুতি ?
দেখ ! দেখ ! দৃষ্টি ফিরিয়ে নিও না
তোমার বেড়ে ওঠা বাংলাদেশে খুনিদের উন্মাদ চলাফেরা ।
এখানে শিশুদের পতঙ্গ জীবন
রক্তে উলুধ্বনি লাশ শেষমেশ ।
কিছু বল সুকান্ত নতুবা কলমে কিছু লেখ-
এখানে যীশুর মত শিশুকে ক্রুশবিদ্ধ করে ।
শিশুদের পিপীলিকার মত জীবন যাপন
এখানে মৃত্যু আর ধাঁধাঁ নয়
অবিরাম গতিতে বেড়ে চলা ।
কি আর করবে সুকান্ত কান্না করে ,
বিলাপ করে, কপালে হাতচাপড়িয়ে ?
এ দেশ তোমার সাবাশ বাংলাদেশ নয় !
এ যেন মৃত্যু উপত্যকা !