আমি বসে আছি দীর্ঘ হতে দীর্ঘতর রজনী
তোমার প্রতিক্ষায় ।
মর্মরে প্রতিফলিত লীয়মান সূর্যরশ্মি
ঊষার আকাশে হানে আঘাত।
তবু তুমি আসলে না ?
তুবু তুমি আসলে না;আমার ধ্বংস স্তুপের মাঝে ভয়হীন দৃশ্যের ঘ্রান হয়ে ।
আমার প্রতিটি নিঃশ্বাস কাঙালের মত ছুটে চলেছে
তোমার দ্বিপ্রহরে বিজন ছায়ার পানে ।
তবু কি তুমি শোননি আমার দীর্ঘশ্বাস ?
যেন প্রথম দিনের বৃষ্টির ঝরঝর তরঙ্গের মত ।
আমার বুকের মাঝে শূন্যতার আবাস
সব আলো থেমে গেছে; আমি তৃষ্ণার্ত সন্ন্যাসী এক
ছুটতে ছুটতে তোমার কাছে । আমার বিমূর্ত দৃষ্টি
অন্তহীন সশরীরে জেগে থাকে অলস বিছানার পরে ।
তবু তুমি আসলে না ।
তবু তুমি আসলে না; আমার প্রথম যৌবনের
আশীর্বাদ হয়ে নৈবদ্যের থালা নিয়ে ।