এখানে হেমন্তেও শেষ আলোটুকু
ছায়া ফেলেছে ধানের শিষের ভিতর
টুকরো রোদ ছড়িয়ে ছিটিয়ে মেঠো পথটার উপর ।
এখানে শালিকের পেট ভরে
মাজরা,ল্যাদা,শুয়ো পোকা ধরে ।
এখানে বুনোহাঁস ডানা ঝাপটায়
কলমি ভরা পুকুরের জলে
ব্যাধেরা দৃষ্টি মেলে পানকৌড়ির দলে ।
এখানে রাতের বেলা কিষাণীর ঘরে
ভাঙ্গা চালে জোনাক ঝরে ।
এখানে বিকেল বেলায় ক্লান্তি পায়ে
রাখাল ছুটে গরুও পাল নিয়ে
মরা নদীটার উপর দিয়ে ।
এখানে আমি প্রেমিকের মত ভালবাসি
আমার দেশ, সংস্কৃতি, উৎসব আর ছোট শিশুটার হাসি ।