এসেছিলে তুমি কোন এক পরন্তু বিকেলে-
আলেয়ার আলো মেখে
হেটে গেলে বহু দূর -
মোহিনী নও, তুমি স্বর্গীয় হুর।

তবে কেনো এ মনে ওঠালে ঝড়
ভেঙ্গে দিতে এ প্রণয়,
অন্যের তীরে জাগাও চর
ভাঙ্গিয়া আমার যতনে গড়া ঘর।

শ্রাবণ সন্ধ্যায় যখন থামিবে কোলাহল
বিজনে কাঁদো, চোখে না এনে জল
নিভায়ে প্রদীপ, ঘর রেখো আলো হারা
দেখিবে সন্ধ্যায় চাঁদের পাশে একটি জ্বলন্ত তারা।

পারো যদি চিনতে
সে হলাম আমি,
তুমি সেই চাঁদ,  আর আমি তারা হয়ে রয়েছি পাশে
সে তুমি নও- শুধু মানবীকা
নও স্বর্গীয় হুর
তুমি সেই প্রথম রাধা।

---***---