হে আমার জন্মভূমি,
       তোমায় আমি কত ভালবাসি ।
এই বাংলায় জন্মে,
       আমি শুধু তোমায় ভাবি ।

বাংলা আমার মাতৃভূমি,
       বাংলা মায়ের আঁচল ।
বাংলায় দেখি স্বপ্ন,
       বাংলা যে কত আপন ।

এই বাংলার আকাশ বাতাস,
      দেখে সবাই মুগ্ধ ।
বাংলা ভাষায় কথা বলে,
      যে যার মত মুক্ত ।

এই বাংলা আমার জল,
      মিটায় যে তৃষ্ণা ।
বাংলা আমার জীবন মরন,
      বহে খুশির বন্যা ।

আমি বাংলায় মেলি ডানা,
      বাংলা আমার তীর ।
এই বঙ্গেতে জন্মে ,
      নত হয় যে আমার শির ।
         xxxx