যদি তোমাকে না পাই
আমি ঠোঁট চিরব
আমি উর্ধ্ব গগণের আরোহী হব
আমি ধূসর মঙ্গলে যাত্রা করব

যদি তোমাকে না পাই
আমি নির্বাসনে যাব
তেলাপোকার সঙ্গী হব
জোনাকির সাথে রজনী যাপন করব

সত্যি যদি তোমাকে না পাই
হাতিরঝিলের পানি সব শুষে নেব
আমি চন্দ্রের ঘূর্ণন থামিয়ে দেব
আমি সূর্যের আভা ছিন্ন করব

তুমি যদি সত্যি অন্য কারো হও
আমি নির্বাক সন্ন্যাসী হব
আমি দৃষ্টি শক্তি নির্বাসনে দিব
পৃথিবীর সকল পুষ্প নলিনীতে ডুবিয়ে রাখব

আমি আকাশের বুক থেকে নীলকে বিচ্ছিন্ন করব
আমি শৈবাল হয়ে যাব
আমি হিমালয় থেকে সব বরফ গলিয়ে ফেলব
ঢাকা শহরের প্রতিটা ল্যাম্পপোষ্টে তোমার ছবি টানিয়ে দেব

অবশেষে তোমাকে না পেলে
কেবল তোমার নামটিই কাব্যের প্রতিটি পৃষ্ঠায় লিখব
গাড়ির হর্ণে তোমার নামের শব্দ যুক্ত করে দেব
রেসকোর্স, পল্টনের
ভরা জনসমক্ষে আমি দাড়িয়ে বলব '' তোমাকে পাওয়া হয় নি ''

যদি তুমি আমার না হও
আমি প্রতিদিন তোমার মৃত্যু দিবস পালন করব
আমার মৃত্যুর পূর্বে আমি ভুলে যাবো
কোনো নারী আমাকে জন্ম দিয়েছিল।।