রবিউল আরফান আলিম
কতটা ভালো লাগলে মানুষ বলে ভালবাসি
কতটা কাছে আসলে আপন হয় অচেনা শরীরী
আজও তাহার কিছুই বুঝিতে পারিলাম না আমি
প্রেম-ভালবাসার এ কাব্যমেলায় নিযুক্ত এক কবি
সকলই কেবল ভালবেসে যায় পাওয়ার আকাঙ্ক্ষায়
কেউবা পায়, কেউবা রেখে যায় বাস্তবতার আঙ্গিনায়
এতটা ক্রন্দন মানুষ করিতে পারে জানা ছিল না হায়
তবুও এ মানুষ কেন বারংবার ভালবাসি বলে যায়
ভালোবাসা, ভালোবাসি এ তো নয় মিথ্যে আশ
অরন্যে রোদন করে মানুষ কেন পড়ে দুখেরও ফাঁস
মিছে মিছি বলিও না ভালোবাসি, ভালোবাসি
বসন্ত পার হইলে বাজিও না দুঃখেরও বাশি
বসন্ত যদি আসে স্মরিয়া ফাল্গুনে
তবেই না কৃষ্ণ হইবে রাধার এ বিশ্ব আলয়ে
যদি না বসন্তে রচিত হয় প্রণয়লীলা
তব চিরকালই তা রয়ে যাবে কবির অলীক কল্পনা
শরতের ঐ কাশবনেতে ফোটে ধবল ফুল
তাহার সহিত চন্দ্রিমার উপমা হইবে নিপট ভ্রম
ভালবাসাই নিখিল অখিলের সঞ্জীবনীর মূল
ইহা হারিলে হারিবে ধরণীর সমুদয় জীবকুল ।