মা তোমার ক্রন্দন শুনেছি
দেখেছি তোমার বুকে লোহ
তোমার সন্তানের বাঁচাতে তোমারে
ন'মাস করেছে প্রাণক্ষয়ী যুদ্ধ

তোমার বুকে প্রথম যখন-
হানা দেয় পাক হায়েনারা
কোলের শিশু উঠে দাড়িয়ে বলেছিল-
চাই বাংলার স্বাধীনতা

মা তোমার ভালোবাসায় সিক্ত
বিভেদ,বিচ্ছিন্ন পেশাদার জাতি
মজুর,শিক্ষক-শিক্ষার্থী,শিল্পী-লেখক,কাজী
একই রাইফেল হাতে নিয়ে জীবন রেখেছিল বাজী

মা তোমার পরাধীন মেয়েগুলো খুলে ফেলেছিল বেড়ী
শাখা-সিঁদুর সবই ক্ষয়েছে,তবু পিছু হটে নি
পাক হায়েনার হিংস্র নজর করেছে তাদের মলিন
৭১-আজ স্মৃতিপটে,তাদের অবদান চির রঙ্গিন

মা, তোমারে বাঁচাতে তোমার সন্তানেরা
ডুবেছে অতল সাগরে,ভেসেছে নদে নদে
বাজ পাখির মতো ডানা মেলে উড়েছে সুদূর গগণে
তোমার স্বাধীনতা এনেছে বিষাক্ত সর্পের ন্যায় ছোবলে

তোমারে মারতে তোমার কিছু সন্তানেরা হয়েছিল উদ্দ্যত
জননী তোমার সন্তান নহে,তারা পশুর চেয়েও নিকৃষ্ট
স্বদেশের বুকে হাঁটা শিখে তার বুকেই যারা মারে লাথি
তারা তো মানুষ নহে,তাদের মানুষ কেমনে বলি

সকল শক্তি পরাস্ত হবে যুগান্তরে যেমন হয়েছে
রক্তে গাথা জয়ের মালা তোমার গলেই ঝুলেছে
স্বরুপ আজও দেয় হাতছানি প্রতি ধমনিতে
তোমার গায়ে আঁচ লাগবেনা মোদের বিন্দু লোহ থাকতে।।