সব কিছু আজ চলে গেছে নষ্টদের অধিকারে,
চলে গেছে সুখ-সভ্যতা!খন্ডবদাহে পুড়ছে জনতা!
চলে গেছে নষ্টদের অধিকারে গণতন্ত্র
মানবাধিকার আজ ভূলুণ্ঠিত!
নষ্টদের করাল গ্রাসে নিপতিত জাতি,
শান্তি -সম্প্রতি, ধর্ম -বর্ণ নির্বিশেষে সবই বন্দি!
সবুজ মাঠ,ধান ক্ষেত, পাট ক্ষেত, ফসলের সমীরণ-
সিন্দুর হিন্দোল সবই নষ্টদের হস্তে বন্দি!
নষ্টদের দ্বারা ধর্ষন হয়েছে শত শত নারী,
বাকি সবই আজ নস্টদের উপপত্নি!
নষ্টদের নষ্ট লালা রসে
কবি বিদায় জানিয়েছে প্রিয় কবিতাকে
কিশোরী হারিয়েছে তার কৈশোর
যুবতী পেয়েছে ছিন্ন যৌবন
কলমী লতার শাখা ভেঙেছে
নষ্টরা করছে পৈচাশিক তান্ডব
নষ্টদের প্রশ্ন আকাশ কেন মুক্ত?
মানবতা আজও কেন জীবিত?
কেন আজও রণ সংগীত বাজে?
কেন আজও প্রেম নদী বহে?
সব কিছু নষ্টদের অধিকারে চলে গেছে,
জীর্ণ-শীর্ণ জাতি আজ অন্ধকারে পড়ে আছে!
জানি! এ শ্বাস-প্রশ্বাসও একদিন চলে যাবে নষ্টদের অধিকারে,
নষ্টদের কষ্টে সবই পুড়ে ছারখার হবে!!!