তুমি পায়রা বেশে ছিলে আমার মনের আকাশে
এখন তুমি মেঘ হয়ে ঝরে পড়ো হৃদয় অঙ্গনে।
যে পথ মোদের করেছে এক, যে পথে হেঁটেছি বহুবার
রিঝুম পথের নিঝুম যাত্রীর দুরত্ব এখন সপ্তপারাবার।
চিনেছি মেরু, চিনেছি মরু চেনা হয়নি তোমাকে!
মিছে ভেবে মুছে ফেলি পুরুষ নারীর জন্যে।
তুমি হীনা জীবন আমার জীবন সে নয়!
অশ্রু-অম্বে ভাসি ডুবি বিরহ-বিষাদময়।
হিয়া ভাসে আঁখি জলে, কে যেন ওই এলো রে!
চেনা শব্দটা আজও বাজে নিঃশব্দ প্রহরে।
তোমাকে ভুলে থাকার নাম যদি হয় গো জীবন!
তব বন্ধু আমার বাঁচার অর্থ জীবনের মানে মরণ।
তিমির আসে, তিমির যায়, দিবস পড়ে ঢাকা
রিক্ত হস্তে চেয়ে আছি জীবনের পথ বাঁকা।
কেমনে ভুলিব তোমারে অস্তিত্বে তুমি আঁকা
তোমারে ভুলিতে বিলীন হবো ভুলিতে নারি রাকা।।